MARKETPLACE OF GRAPHICS DESIGN
বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে,
upwork. com, fiverr. com, freelancer. com, 99design উল্লেখযোগ্য।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিদিন অসংখ্য গ্রাফিক্স ডিজাইন এর কাজ পোস্ট হয় এবং খুব ভালো দামের কাজও পাওয়া যায়।
গ্রাফিক্স শিখে ফ্রিল্যান্সিং এ কিভাবে কি করবেন সেটা নিয়ে একটি পোস্ট করব। এই পোস্টে শুধু ইন্ট্রোডাকশন দিলাম।
আর আপনি যে শুধু ফ্রিল্যান্সিং করবেন তেমন কোন কথা নেই। সামর্থ্য থাকলে একটা স্টুডিওর দোকান দিতে পারেন। ছবি প্রিন্ট থেকে শুরু করে ব্যানার প্রিন্ট এর কাজ করতে পারেন। আপনারা হয়ত জানেন এখন এসবের কি পরিমাণ ডিমান্ড আমাদের দেশে।
ধন্যবাদ।

No comments