iNTRODUCTION TO GRAPHICS DESIGN PART 3
এই এপ্লিকেশনটিও ব্যবহার করতে হলে অন্তত 4GB RAM থাকতে হবে। তবে, এই এপ্লিকেশন এর বর্তমান ভার্সন ব্যবহারের জন্য রিকমেন্ডড RAM হলো 8 GB।
ফটোশপ দিয়ে আপনি Illustrator দিয়ে করা কাজ গুলো করতে পারবে + ছবি এডিটিং করতে পারবেন।
Illustrator এবং Photoshop এর প্রধান পার্থক্য হলো ফটো এডিটিং যা Illustrator এ তেমন সুবিধা করা যায় না এবং Photoshop এ করতে হয়।
আপনারা অনেকসময় একজনের মাথা কেটে অন্যজনের মাথা ফিট করা ছবি দেখে থাকেন
এগুলো ফটোশপ এ করা হয়। ফটোশপে ছবি নিয়ে
যতরকম কাজ করা দরকার আপনি ইচ্ছে মত সব এডিটিং করতে পারবেন।
যতরকম কাজ করা দরকার আপনি ইচ্ছে মত সব এডিটিং করতে পারবেন।
Photoshop ফটোশপ ইউটিউব থেকে শিখতে Illustrator শেখার রিকমেন্ডেড চ্যানেল এর ভিডিওগুলো ফলো করতে পারেন।
পরবর্তী পার্টে গ্রাফিক্স ডিজাইন এর মার্কেটপ্লেস সম্পর্কে লিখব।
সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

No comments