INTRODUCTION TO GRAPHICS DESIGN PART 2


 

প্রায় সবার এডোব ইলাস্ট্রেটর (Adobe Illustrator) দিয়ে গ্রাফিক্স ডিজাইনের হাতেখড়ি হয়। 
 
এই এপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অন্তত 4GB RAM থাকতে হবে। তবে, এই এপ্লিকেশন এর বর্তমান ভার্সন ব্যবহারের জন্য রিকমেন্ডড RAM হলো 8 GB।
 
Adobe Illustrator এ আপনি সকল ধরনের কার্ড, সকল ধরনের লিফলেট, সকল ধরনের কভার, সকল ধরনের টি-শার্ট ডিজাইন সহ আরো অনেক কাজ করতে পারবেন। 
 
এই এপ্লিকেশনের অনেকগুলো টুলস আছে। এদের মধ্যে পেন টুল, গার্ডিয়েন্ট টুল, ব্রাশটুল এই তিন টুলের ব্যবহার ১০০ করতে পারলে ইচ্ছে মত ডিজাইন করতে পারবেন। তবে এর বাকি টুলগুলোও কম গুরুত্বপূর্ণ নয়।
 
গ্রাফিক্স ডিজাইন যেকোন কম্পিউটার ইন্সটিটিউট থেকে শিখতে পারেন। 
 
ইউটিউব ভিডিও দেখে শিখতে চাইলে GFXmentor(Hindi/Urdu), Graphic School (বাংলা) এর ভিডিও দেখে শিখতে পারবেন।
 
পরবর্তী পোস্টে গ্রাফিক্স ডিজাইনের অন্য এপ্লিকেশন Adobe Photoshop সম্পর্কে এবং পরের পোস্টে গ্রাফিক্স ডিজাইন এর ফিউচার ক্যারিয়র নিয়ে লিখব।
 
ধন্যবাদ।

1 comment:

Powered by Blogger.