iNTRODUCTION TO GRAPHICS DESIGN


 

 ◻️

গ্রাফিক্স এর দুনিয়া অনেক বড় দুনিয়া। এটা নির্ভর করে ব্যাক্তির ক্রিয়েটিভির উপর। যে যত বেশি ক্রিয়েটিভ সে তত ভালো ডিজাইন করতে পারে।
 
গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এপ্লিকেশন হলো Abode Illustrator এবং Adobe Photoshop। 
 
এই এপ্লিকেশন গুলো Adobe কোম্পানির লাঞ্চ করা সফটওয়্যার। 
 
গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখে আপনি লগো, ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড, বুক কভার, টিশার্ট ডিজাইন সহ যত ধরনের ডিজাইন আছে প্রায় সব করতে সামর্থ্য হবেন।
 
উপরে বর্ণিত সফটওয়্যার গুলোর সব টুলের কাজ আপনি আয়ত্ত করতে পারলে ভালো মানের ডিজাইন করতে পারবেন অবশ্য এজন্য আপনার মধ্যে ক্রিয়েটিভি তো থাকতেই হবে
ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন এর অনেক ডিমান্ড। নিজের ক্রিয়েটিভিকে কাজে লাগিয়ে ভালো ডিজাইন করে মাসে শত থেকে হাজার ডলার ইনকাম কোন ব্যাপার না।
পরবর্তীতে বর্ণিত এপ্লিকেশন গুলো সম্পর্কে বলব। ধৈয্য ধরে সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.