BRIEF DESCRIPTION ABOUT MS. OFFICE APPLICATION
মাইক্রোসফ্ট অফিস
মাইক্রোসফ্ট অফিস
মাইক্রোসফট অফিসের আন্ডারে যে এপ্লিকেশন গুলো আছে এদের চারটি এপ্লিকেশন বেশি ব্যবহৃত হয়।
১. ওয়ার্ড
২. পাওয়ারপয়েন্ট
৩. এক্সেল
৪. একসিস
পাওয়ারপয়েন্ট এর মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা হয়। স্কুল কলেজে যে স্লাইড এর মাধ্যমে অনলাইন ক্লাস হয় এগুলো প্রায় পাওয়ারপয়েন্ট এ করা। তাছাড়া বিভিন্ন অফিস এর কোন প্রোজেক্ট এর উপর প্রেজেন্টেশন দিতে এটা ব্যবহৃত হয়। এটার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করে তা পেশ করা হয়।
এক্সেল এ সব ধরনের গানিতিক হিসাব নিকাশ করা যায়। বিদ্যুৎ বিল , মজুরি শিট, পরিক্ষার রেজাল্ট ইত্যাদি সহ আরো অনেক কাজ করা যায়। এককথায় অনেক গানিতিক হিসাব এটার মাধ্যমে করা যায়।
এক্সেস এর মাধ্যমে ডাটাবেইজ তৈরি করা হয়। ধরুন একটা স্কুলের সব স্টুডেন্ট এর তথ্য আপনি কোথাও রাখতে চাচ্ছেন। এটা আপনি এক্সেস এর মাধ্যমে সুন্দর করে তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারেন। এক্সেস দিয়ে আইডি/এডমিট কার্ডও তৈরি করা যায় এবং তথ্য সংরক্ষণ এর জন্য নিজের ইচ্ছে মত প্রোগ্রাম বানানো যায়।
সংক্ষিপ্ত আকারে মাইক্রোসফট অফিস এপ্লিকেশন গুলোর বর্ণনা দিলাম। আশা করছি লেখাটা উপকারী ছিল।

No comments