FREELANCING MARKETPLACE
ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের আগ্রহের শেষ। যেটাকে পুঁজি করে অনেকে লোক ঠকানের ব্যবসা শুরু করে ফেলেছে অনেক আগে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস অনেকগুলো আছে। এগুলো হলো এক এক টা ওয়েবসাইট। সবচেয়ে জনপ্রিয় কিছু সাইট সম্পর্কে এই পোস্টে লিখলাম।
১. আপওয়ার্ক : আপওয়ার্ক ডট কম হলো সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। তাদের হিসেবে দৈনিক ১০ হাজার একাউন্ট ক্রিয়েট হয় আপওয়ার্ক এ। কিন্তু একাউন্ট খুললেই কাজ শেষ না। আপওয়ার্ক এ একাউন্ট করার পর সেটা রিভিউ তে থাকে। আপওয়ার্ক টিম আপনাকে যোগ্য মনে হলে তবেই আপনি কাজে বিড বা আবেদন করতে পারবেন।
২. ফ্রিল্যান্সার : ফ্রিল্যান্সার ডট কম আরেকটি জনপ্রিয় সাইট। এখানে একাউন্ট করেই আপনি কাজের আবেদন করতে পারবেন।
৩. ফাইবার : অন্যান্য মার্কেটপ্লেস থেকে এটা একটু ভিন্ন। এই সাইটে ফ্রিল্যান্সার তার জন্য একটা গিগ তৈরি করে রাখে। অনেকটা এডভারটাইজ এর মতো। আপনার গিগ কারো পছন্দ হলে সে আপনাকে নিয়োগ দিবে।
৪. পিপলপারআওয়ার: এটাও অনেকটা ফ্রিল্যান্সার ডট কম এর মতো। তবে এটা অনেকটা দুর্বল। এখানে পেমেন্ট একটু লেইটে আসে।
৫. ৯৯ডিজাইন: গ্রাফিক্স ডিজাইনারদের একটা প্রিয় মার্কেটপ্লেস হলো ৯৯ডিজাইন।
আপাতত এগুলো আমার দৃষ্টিতে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপনাদের জানা কোন মার্কেট প্লেস থাকলে জানাতে পারেন এবং প্রয়োজনে পেইজে ম্যাসেজ দিতে পারেন।
ধন্যবাদ।

No comments