Chittagong University B Unit Admission Guideline and Suggestions
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে আজ আমার গল্প মতামত শেয়ার করছি।
একজন পাবলিকিয়ান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য সবার প্রথমে পাবলিকিয়ান হওয়ার স্বপ্নকে মনে ধারন করতে হবে। ভাবতে হবে,
আপনি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছেন, সবার সাথে ট্রুরে যাচ্ছেন, জাদুঘরে টিউটোরিয়াল এ যাচ্ছেন।
এগুলো কেন? এগুলো দিয়ে চান্স পাওয়া যায় নাকি? হ্যা, পাওয়া যায় না ঠিক। কিন্তু এগুলো ভেবে আপনার ব্রেনকে বুঝায় দিতে হবে আপনার ঐ জায়গায় যেতেই হবে। একবার আপনার ব্রেনকে যদি বুঝায় দিতে পারেন। তবেই ২০% প্রস্তুতি শেষ? কেমনে? হ্যা, এটার মাধ্যমে আপনার ব্রেন আপনাকে তাড়ণা দিবে। পড়তে বসাতে বাধ্য করবে....... সত্যি বলছি, আমার বেলায় এমনটায় হয়েছে। সবচেয়ে বেশি ভালো হয় যদি একবার আপনি ক্যাম্পাস ঘুরে আসতে পারেন। ক্যাপাসের সৌন্দর্য আপনাকে মায়ায় ফেলবে। কাছে ডাকবে। আপনার মনে হবে আমার এই সৌন্দর্য, এই অনুভূতি উপভোগ করতেই হবে। এটা অন্য রকম এক আশা জাগাবে।
আমরা যারা ভর্তি পরিক্ষা দিই, আমাদের মনে কিছু প্রশ্ন প্রায় আসে।
১. কতঘন্টা পড়লে চান্স পাব?
উওর : ঘন্টা কোনো ফেক্ট না। আপনি বই নিয়ে ৫ ঘন্টা উদাসিনতা নিয়ে না পড়ে ৫০ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়তে পারেন। তাই, সময়টা কোনো বিষয় না। মেইন ফেক্ট হচ্ছে আপনি কতসময়ে কি পড়া শেষ করতে পারছেন & কি পরিমান মনোযোগ দিয়ে পড়ছেন।
২. পড়লে ভুলে যায়। এখন কি করব?
উত্তর : ভুলে যাওয়া সমস্যাটা আমাদের সবার একটু হলেও আছে। তবে এর পরিমান যদি আপনার বেশি থাকে তাহলে একটা কাজ করতে পারেন। কিছু পড়া শেষ করে ১০ মিনিট রেস্ট নিন। রেস্ট বলতে বই রেখে ফেসবুকিং বা ইউটিউবিং না। পারলে ঐ ১০ মিনিট চোখ বন্ধ করে থাকুন। এটা করার কারন হলো, আমরা কিছু পড়া শেষ করে একটু রেস্ট নিলে আমরা যা পড়েছি তা আমাদের ব্রেনে স্টোর হওয়ার একটা সময় পায়। এই বিষয়টাকে বলে স্পেপরিপিটেশন। ১০ মিনিট রেস্টের পর আপনি যা পড়াছেন তা একটু রিপিট করলে বেশ উপকার হয়। কারন, আপনি যদি এটা রিপিট করেন আপনার ব্রেন ধরে নিবে যে। এই ডেটাগুলো আপনার দরকার তাই সহজে ডিলিট করবে না & আপনি ভুলেও যাবেন না।
৩. রুটিন এর বিষয়টা কিরকম ম্যানেজ করব?
উত্তর : রুটিন আপনার ইচ্ছে মতো করতে পারেন। তবে যে বিষয়গুলো আপনি সহজে ভুলে যান, সেগুলো রাতে ঘুমানোর আগের টাইমে & সকালে উঠে পড়তে পারেন। রাতে ঘুমানোর আগে পড়লে সেগুলো ব্রেনে স্টোর হওয়ার যথেস্ট টাইম পাবে & সকালে তো একদম ফ্রেস থাকি আমরা, তাই সহজে আমাদের ব্রেন তা ক্যাপচার করতে পারবে।
এখন পরিক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
বাংলা: বি ইউনিট এবং ডি ইউনিট এ বাংলা থেকে যথাক্রমে ৩৫ & ৩০ টা প্রশ্ন থাকবে। এখন কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা বলব।
Text Book Review:
ইন্টারে বাংলা ১ম বইটা যারা পরিক্ষার আগের দিন ধরে দেখেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই বই থেকেই ১৫-১৮ টা প্রশ্ন আসবে। হ্যা। ঠিক শুনছেন। শুধু আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত পাঠগুলো ভালো ভাবে পড়বেন। আর বিগত বছরের প্রশ্ন দেখে যে অধ্যায়গুলো গত পরিক্ষায় আসে নি সেগুলো বেশি করে দেখতে হবে। তাছাড়া যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বারবার রিপিট হতে পারে। কবির ক্ষেত্রে সুকান্ত, জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ এদের কোনো তথ্য গ্যাপ দেওয়া যাবে না। নাটক থেকে সংলাপুলো কার? ঘটনার সময় বেশি গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো থেকে চরিত্র, কোটেশন ইত্যাদি খেয়াল করে পড়তে হবে। কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটা নির্ভর করে যিনি প্রশ্ন করেন তার ফেভার এর উপর। তার পছন্দ যদি সুকান্ত হয়ে থাকে তাহলে সুকান্ত/তার কবিতা থেকে বারবার প্রশ্ন আসা অবাক করা কিছু না।
চবি বি ইউনিট বুক রিভিউ:
১. বাংলার জন্য আমি "জয়কলি বাংলা বিচিত্রা " কে সাজেস্ট করি। এই বইতে সব তথ্য গোছালোভাবে আছে। তাছাড়া বিগতবছরের প্রশ্ন এবং সেল্ফ প্রাকটিস এর পার্ট আছে।
২. ইংরেজির জন্য "CLIFFS TOEFL " অনেক গুরুত্বপূর্ণ একটি বই। এই বইকে বি ইউনিটের ইংরেজি প্রস্তুুতির বাইবেল বলা হয়। এর মিনিটেস্টগুলো সল্ভ করলে ইংরেজি গ্রামার সম্পর্কে একটি ধারনা হবে। এই বইয়ের সাথে "English for Competitive Exam" বইটি ফলো করা উচিত বলে আমি মনে করি।
৩. সাধারণ জ্ঞান এর জন্য মোটামুটি সব বই ভালো। MP3/ আজকের বিশ্ব যেকোনো একটা নিলেই হয়। তবে সাধারণ জ্ঞান এর সিলেবাস কিন্তু বিশাল। ইনপর্টেন্ট দেখে টপিক সিলেক্ট করে পড়তে হবে।
৪. তারপর প্রশ্নব্যাংক। প্রশ্নব্যাংক পড়লে বিগত বছরের প্রশ্নগুলো তুমি এনালাইস করতে পারবে। এতে করে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয়। কোন টপিক্সগুলো জরুরি সেটা তুমি বুঝতে পারবে। ইনডেক্স প্রশ্নব্যাংক নিতে পারো। এই বইতে সুন্দর করে ব্যাখ্যা থাকে।
৫. সর্ট সাজেশন: পরিক্ষার এক মাস আগে কিছু সর্ট সাজেশন বের হয়। চাইলে ওগুলো পড়ে নিতে পারো। কপাল ভালো থাকলে এটা তোমার চান্স পাওয়াতে বড়সড় একটা ভূমিকা রাখতে পারে। তবে এইসব বই কম ফলো করাই ভালো।
আমি সাধারণ জ্ঞান এর জন্য "মিহিরস জিকে" ফলো করেছিলাম। এটার বদৌলতে আমার অনেক উপকার হয়েছিল
কৃতজ্ঞতায়,
জয় নন্দী,
ইতিহাস বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

No comments