Concept of Computer Education
কম্পিউটার শিখতে চাচ্ছেন?
কোন কোর্সটি শিখবেন?
কোন কোর্সে কি আছে বা কি কাজে লাগবে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
প্রায় সবার কম্পিউটার শেখার হাতেখড়ি হয় "Microsoft Office Application " কোর্সের মাধ্যমে। তারপর গ্রাফিকস বা ওয়েব ডিজাইন বা এপ ডেভেলপমেন্ট আরো অনেক।
কোন কোর্স শিখলে কি কাজে আসবে আসবে একটু দেখে নিন।
অফিস:
যারা কম্পিউটার অনও করতে জানেন না বা কোন পূর্ব অভিজ্ঞতা নেই তাদের অফিস দিয়ে শুরু করতে হবে। সরকারি চাকরিতে যে কম্পিউটার স্কিলটা চাই তার জন্য অফিস শিখতে হয়। স্টেশনারির প্রায় সব কাজ অফিস এর মাধ্যমে করা হয়। এটা নিয়ে বিস্তারিত পোস্ট হবে।
গ্রাফিক্স ডিজাইন:
গ্রাফিক্স ডিজাইন কোর্স করে আপনি বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, লগো, ফটোসুট, টি*শার্ট ডিজাইন সহ যত ধরনের ডিজাইন কম্পিউটার দিয়ে করা হয় প্রায় সব শিখতে পারনে। গ্রাফিক্স শিখতে হলে আপনাকে অফিসের কিছুটা কাজ জানতে হবে বিশেষ করে টাইপিং। এটা নিয়ে বিস্তারিত পোস্ট হবে।
ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট :
এই কোর্স শিখে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই কোর্স শিখতে হলে আপনাকে অফিসের কিছুটা কাজ জানতে হবে বিশেষ করে টাইপিং। এটা নিয়ে বিস্তারিত পোস্ট হবে।
এপ ডেভেলপমেন্ট :
এপ্লিকেশন তৈরি করতে পারবেন।শিখতে হলে আপনাকে অফিসের কিছুটা কাজ জানতে হবে বিশেষ করে টাইপিং। এটা নিয়ে বিস্তারিত পোস্ট হবে।

No comments