Keyboard Shortcut For Working Smartly
কম্পিউটারে কাজের দক্ষতাবৃদ্ধির জন্য কি-বোর্ড এর ব্যবহার উল্লেখযোগ্য। দ্রুত কাজ করার জন্য কম্পিউটার কিবোর্ড শর্টকাট এর বিকল্প নেই। এই পোস্টে কিবোর্ড শর্টকাট বাংলায় দেওয়া হলো।
Ctrl+A= সব লেখা সিলেক্ট করা।
Ctrl+B= লেখাকে ঘাঢ়(বোল্ড
) করা।
) করা।
Ctrl+C= সিলেক্ট করা লেখা কপি করা।
Ctrl+ D= ফন্ট ডায়ালগ বক্স। এখান থেকে বিভিন্ন ফন্ট সিলেক্ট করে লিখা যায়।
Ctrl+E= সিলেক্ট করা লেখাকে মাঝখানে আনা।
Ctrl+F= ফাইন্ড(Find) পেইজ থেকে কোনো শব্দ খুজে বের করা।
Ctrl+G= এক পেইজ থেকে অন্য যেকোনো পেইজে যাওয়া।
Ctrl+H= রিপ্লেস, একটা শব্দের জায়গায় অন্যশব্দ বসিয়ে দেওয়া।
Ctrl+ I= সিলেক্ট করা লেখাকে ইটালিক করা।
Ctrl+J= একাদিন বাক্যকে কবিতার মতো সমান লাইনে আনা।
Ctrl+K = হাইপারলিংক তৈরির জন্য।
Ctrl+L= সিলেক্ট করা লেখাকে বামে আানা।
Ctrl+ M= প্যারাগ্রাফের সাইজ বড় করা।
Ctrl+N= নতুন ডকুমেন্ট অন করা।
Ctrl+O= আগের সেভকৃত কোনো পেইজ ওপেন করা।
Ctrl+P= প্রিন্ট ডায়ালগ বক্স(প্রিন্ট এর কাজের সাইজ/সংখ্যা ঠিক করা+প্রিন্ট)।
Ctrl+R= সিলেক্টকৃত লেখাকে ডানে আানা।
Ctrl+S= সেইভ করা।
Ctrl+U= সিলেক্টকৃত লেখার নিচে আন্ডারলাইন করা।
Ctrl+V= কপিকৃত লেখা পেস্ট করা।
Ctrl+W= Exit।
Ctrl+X= সিলেক্টকৃত লেখা কাট(Cut) করা।
Ctrl+Y= Redo(পরের কাজে যাওয়া)।
Ctrl+Z= Undo(আগের কাজে যাওয়া)।

No comments