Before Thinking About Freelancing

 

ফ্রিল্যান্সিং নিয়ে ক্যারিয়র গড়ার স্বপ্ন থাকলে যেকোন একটি বিষয়ে শক্তভাবে প্রস্তুতি নিন। পপুলার ফ্রিল্যান্সিং সাইট গুলোতে প্রচুর কম্পিডিশন হয়। যার স্কিল যত বেশি সে তত কাজ পাবে। আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেটি ভালো মত কাজ শিখে নিন। কয়েকটা প্রজেক্ট শুরু করুন। সুন্দর একটা পোর্টফলিও তৈরি করুন। আপনি অবশ্যয় সফল হবেন।
মনে রাখবেন, ফ্রিলান্সিং শিখে / কোর্স করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না। এর জন্য বেশি দরকার আপনার স্কিল। কোর্সে শুধু আপনাকে রাস্তা বলে দেওয়া হবে। এখন সে রাস্তায় কিভাবে গেলে আপনার উন্নতি হবে সেটা আপনার উপর নির্ভর করবে।

No comments

Powered by Blogger.